কাওয়ালি আসরে ছাত্রলীগের হামলা, আহত ১৬
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
টঙ্গী পশ্চিম (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৩ পিএম
![কাওয়ালি আসরে ছাত্রলীগের হামলা, আহত ১৬](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/09/13/Untitled-1-66e3dcc77d2bb.jpg)
টঙ্গী সরকারি কলেজে শহিদদের স্মরণে অনুষ্ঠিত কাওয়ালি অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
এতে আয়োজক সংগঠনের ১৬ জন আহত হয়েছেন। হামলায় গুরুতর আহতরা হলেন- শাওন, রাসেল মাহমুদ, রিফাত, আব্দুল রিফাত, মাহমুদুর রহমান ও পারভেজ হোসেন।
হামলার ঘটনায় দুই ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। তারা হলেন- টঙ্গীর আলহামরা গার্ডেন এলাকার জালাল উদ্দিনের ছেলে সালাহ উদ্দিন সাদিক (২১) ও খা পাড়া এলাকার মো. এনামূল হকের ছেলে মামুন মিয়া (১৭)।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতাদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজকদের একজন আবু হানিফ বলেন, ‘বৃহস্পতিবার শহিদদের স্মরণে দ্রোহের গান ও কাওয়ালি অনুষ্ঠান চলাকালে সন্ধ্যার দিকে হঠাৎ করে ৩০/৪০ জন ছাত্রলীগ কর্মী দেশীয় অস্ত্র ও চাপাতি নিয়ে অনুষ্ঠানে হামলা চালিয়ে আমাদের ১৬ জনকে আহত করে। আহতদের প্রথমে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়ার পর গুরুতর চারজনকে ঢাকায় স্থানান্তর করা হয়। ঘটনার সময় আয়োজকরা দুই হামলাকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেন। আটক দুইজন ছাত্রলীগ কর্মী।’
এ ঘটনায় পারভেজ হোসেন বাদী হয়ে ৪০ জনকে শনাক্ত করে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলার আবেদন করেছেন বলে জানান তিনি।
টঙ্গী পশ্চিম থানার ওসি কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।