ছাত্রদের আন্দোলনে গুলি করার অভিযোগে তিন এমপির বিরুদ্ধে মামলা
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৯ পিএম
শিক্ষার্থী
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করার অভিযোগে জয়পুরহাটের সাবেক তিন সংসদ সদস্যের বিরুদ্ধে আরও একটি মামলা করা হয়েছে।
সাবেক তিন সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সামছুল আলম দুদু ও মাহফুজা মন্ডল রিনাসহ ৩২৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০০ থেকে ৩৫০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার রাতে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
মিনকুল হোসেন নামে জয়পুরহাট বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের ২য় বর্ষের গুলিবিদ্ধ এক শিক্ষার্থী জয়পুরহাট সদর থানায় এ মামলাটি করেন। এ নিয়ে জয়পুরহাট জেলায় এ সংক্রান্ত মামলার সংখ্যা দাঁড়াল ১১ ।
মামলার এজাহারে বলা হয়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে জয়পুরহাট শহরের বাটারমোড় এলাকায় গুম, খুন ও নির্যাতনের মাধ্যমে আন্দোলন দমানোর জন্য সশস্ত্র অবস্থায় আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর সশস্ত্র হামলা ও গুলি চালায়। এতে মামলার বাদী মিনকুল হোসেনের চোখে গুলি লাগলে তিনি গুরুতর আহত হন।
উল্লেখ্য, জয়পুরহাটে গত ৪ ও ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা ১১টি মামলার মধ্যে ২টি হত্যা মামলা ও ৯টি সন্ত্রাসী হামলার মামলা রয়েছে।