Logo
Logo
×

সারাদেশ

রিকশাচালক হত্যা মামলায় আসামি শেখ হাসিনাসহ ৪২২ জন

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৬ পিএম

রিকশাচালক হত্যা মামলায় আসামি শেখ হাসিনাসহ ৪২২ জন




বগুড়ায় রিকশাচালক আব্দুল মান্নান নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২২ জনের নাম উল্লেখ করে ৪২২ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। নিহতের ছেলে রানা হামিদ বুধবার রাতে সদর থানায় এ মামলা করেন।


বৃহস্পতিবার সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ এ তথ্য দিয়েছেন।


এ নিয়ে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চারটি হত্যা ও একটি হত্যাচেষ্টার মামলা বগুড়ায় দায়ের হলো।


বাদী এজাহারে উল্লেখ করেছেন, গত ৪ আগস্ট দুপুরে শহরের বড়গোলা ট্রাফিক মোড় এলাকায় ছাত্র-জনতার একদফার আন্দোলনে এসে আবদুল মান্নান গুলিবিদ্ধ হয়ে মারা যান। তিনি বগুড়া সদরের বানদীঘি এলাকার বাসিন্দা। মামলায় শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।


উল্লেখযোগ্য আসামিরা হলেন- বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি রাগেবুল আহসান রিপু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, শহর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আসাদুর রহমান দুলু, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল হাসান ববি, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম মণ্ডল, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মাছুদুর রহমান মিলন, জেলা যুবলীগ সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, সদর আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান শফিক, সাধারণ সম্পাদক মাফুজুল ইসলাম রাজ, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মতিন সরকার প্রমুখ।


সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ জানান, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম