তেলের লাইন মেরামতের সময় বিস্ফোরণ, চার টেকনিশিয়ান নিহত
বগুড়া ব্যুরো
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৩ পিএম
বগুড়ার শেরপুরে তেলের পাইপ লাইন মেরামতের সময় ট্যাংকি বিস্ফোরণে চার টেকনিশিয়ানের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছনকা এলাকার মজুমদার প্রোডাক্ট লিমিটেডে এ ঘটনায় তারা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করার পর তাদের মৃত্যু হয়।
নিহত টেকনিশিয়ানরা হলেন- নীলফামারীর সৈয়দপুর অফিসার্স কলোনির মো. খলিলের ছেলে মো. ইমরান (৩২), একই এলাকার সোলায়মানের ছেলে মোহাম্মদ সাঈদ (৩৮), রুবেল (৩১) ও আবদুস সালামের ছেলে মো. মনির (২৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের মজুমদার প্রোডাক্ট লিমিটেডে ধানের তুষ থেকে রাইসব্র্যান তেল তৈরি হয়। এখানে তেলের লাইনের সমস্যা হয়। টেকনিশিয়ানরা গত ১৫ দিন ধরে মেরামতের কাজ করছিলেন।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে চারজন ট্যাংকির ওপর ও তিনজন নিচে কাজ করছিলেন। পাইপ ওয়েল্ডিং করলে আগুনের ফুলকি ট্যাংকির ভিতরে যায়। এ সময় বিকট শব্দে ট্যাংকি বিস্ফোরণ হলে টেকনিশিয়ান ইমরান, সাঈদ, রুবেল ও মনির গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভর্তির পর একে একে চারজনের মৃত্যু হয়।
শেরপুর থানার ওসি রেজাউল করিম রেজা জানান, মামলা হলে এ দুর্ঘটনায় কেউ দায়ী থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।