বাবার মোটরসাইকেলেও নিরাপদ নয় মেয়ে
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, ১১:০০ পিএম
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন ছিল তার। স্বপ্ন ছিল বিশ্ববিদ্যালয় পড়ে একদিন বিসিএস ক্যাডার হবে; কিন্তু পথে মাইক্রোবাসের চাপায় পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিভে যায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন প্রদীপ।
কোচিংয়ে ভর্তি হওয়ার জন্য বুধবার সকালে বাবার সঙ্গে মোটরসাইকেলে রংপুরের উদ্দেশে রওনা হন আয়শা আক্তার (১৯)। মাইক্রোবাসের চাপায় নিহত হন তিনি। এ সময় গুরুতর আহত হন বাবা আনিছুর রহমান।
আয়শা আক্তার কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী শিমুলতলা এলাকার পল্লী চিকিৎসক আনিছুর রহমানের একমাত্র কন্যা। এ বছর জেলার নাগেশ্বরী ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন তিনি। পরীক্ষায় ভালো ফলাফল হওয়ার সম্ভাবনা থাকায় কোচিং করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ইচ্ছা ছিল তার।
আয়শার চাচা নজরুল ইসলাম জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বাবা আনিছুর রহমানসহ মোটরসাইকেলযোগে বাড়ি থেকে বের হন তারা। রংপুর যাওয়ার পথে সকাল সাড়ে ১০টার দিকে রংপুর-কুড়িগ্রাম সড়কের নব্দীগঞ্জ এলাকায় একটি মাইক্রোবাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই আয়শার মৃত্যু হয়। দুমড়ে মুচড়ে যায় মোটরসাইকেল। এ সময় গুরুতর আহত হন আনিছুর রহমান। স্থানীয়রা আহত আনিছুর রহমানকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন।
ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) নাজমুস সাকিব সজিব জানান, রংপুর যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ফুলবাড়ী উপজেলার এক শিক্ষার্থীর মৃত্যুর হয়। আহত হন ওই শিক্ষার্থীর বাবা। তার অবস্থা আশঙ্কাজনক।