Logo
Logo
×

সারাদেশ

নির্মাণাধীন ১০ তলা ভবন থেকে পড়ে ৩ নির্মাণ শ্রমিক নিহত

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৬ এএম

নির্মাণাধীন ১০ তলা ভবন থেকে পড়ে ৩ নির্মাণ শ্রমিক নিহত

নগরীর বয়রা এলাকায় নির্মাণাধীন ১০ তলা ভবন থেকে পড়ে তিন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে নির্মাণাধীন কর ভবন থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ফুলবাড়ী গ্রামের ফজলুল হকের ছেলে রাব্বি (১৯), একই জেলার বোদা উপজেলার মৃত হায়দার আলীর ছেলে মামুন (২০) ও খুলনা মহানগরীর দৌলতপুর মধ্যডাঙ্গা গ্রামের বাবুর ছেলে আশরাফুল (২৫)। নিহতরা রড মিস্ত্রির কাজ করতেন। তাদের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

গণপূর্ত অধিদপ্তরের আওতায় ঠিকাদারি প্রতিষ্ঠান এসএনবিপিএল এবং এনএইচএল যৌথভাবে ৪৮ কোটি ২৬ লাখ ব্যয়ে ১০ তলার কর ভবনের কাজ করছিলেন। এ সময় শ্রমিকদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলে জানায় পুলিশ।

কেএমপির উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ভবনটিতে শ্রমিকদের কাজ করার সময় তাদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়নি। সেই কারণে বাঁশ দিয়ে তৈরি নিরাপত্তা মাচার ওপর বসে কাজ করার সময় হঠাৎ ছিঁড়ে তারা নিচে পড়ে যান। এদের মধ্যে একজন শ্রমিক পাঁচতলায় আটকে যান। অপর দুজন সরাসরি নিচে পড়ে যান। এতে ওই তিন শ্রমিক মারা যান।

তিনি জানান, নিহত শ্রমিকদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম