ঈশ্বরদী যুবলীগ সভাপতি তমাল ১০ দিনের রিমান্ডে
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৯ পিএম
পাবনার ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে বিএনপি কর্মী নজরুল ইসলামের দায়ের করা মামলায় র্যাবের হাতে অস্ত্রসহ গ্রেফতার উপজেলা যুবলীগ সভাপতি ও প্রয়াত ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের পুত্র শিরহান শরীফ তমালকে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন পাবনার আদালত।
মঙ্গলবার ঈশ্বরদী থানা পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে পাবনা চিফ জুডিশিয়াল আদালতের ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন।
তমাল সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে ও সাবেক এমপি গালিবুর রহমান শরীফের ছোট ভাই।
শুক্রবার সকালে অস্ত্রসহ তাকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।
র্যাব জানায়, গ্রেফতারকালে তমালের কাছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, ১০ পিস ইয়াবা পাওয়া যায়। এ সময় তার ব্যবহৃত প্রাইভেটকারও জব্দ করা হয়। সম্প্রতি কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সাবেক এমপিসহ ৭১ জন আওয়ামী লীগ নেতাকর্মীর নামে দায়েরকৃত মামলার আসামি তিনি। গত ১৫ আগস্ট রাতে ঈশ্বরদী পৌর শহরের শৈলপাড়ার মৃত আব্দুর রশিদের ছেলে গুলিবিদ্ধ নজরুল ইসলাম (৪৪) বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।