বগুড়ার ধুনটে ইছামতি নদীতে গোসল করতে নেমে ডুবে গিয়ে দুই মামাতো ও ফুফাতো ভাইবোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল উপজেলার গোপালনগর ইউনিয়নের গজিয়াবাড়ি নৌঘাটে এ ঘটনা ঘটে।
মৃতরা হলো- ধুনট উপজেলার গজিয়াবাড়ি গ্রামের হাসিনুর রহমানের মেয়ে লামিয়া খাতুন (৭) ও তার ফুফাতো ভাই একই উপজেলার রাজারামপুর গ্রামের আল আমিনের ছেলে সুমন মিয়া (৯)।
পুলিশ, গ্রামবাসী ও স্বজনরা জানান, সুমন মিয়ার বাবা ও মা ঢাকায় গার্মেন্টসে চাকরি করেন। এ কারণে সুমন তার মামা গজিয়াবাড়ি গ্রামের হাসিনুর রহমানের বাড়ি থেকে স্থানীয় স্কুলে লেখাপাড়া করে। মঙ্গলবার দুপুরে সুমন তার মামাতো বোন লামিয়া খাতুনকে নিয়ে বাড়ির কাছে ইছামতি নদীর গজিয়াবাড়ি নৌঘাটে গোসল করতে যায়। একপর্যায়ে প্রবল স্রোতে দুজনই নদীতে ডুবে যায়। বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজনের সন্দেহ হয়। তারা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। বিকালের দিকে নদীতে একে অপরকে জড়িয়ে ধরা লাশ ভেসে ওঠে।
ধুনট থানার ওসি সৈকত হাসান জানান, আইনি প্রক্রিয়া শেষে ভাই-বোনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।