Logo
Logo
×

সারাদেশ

পটিয়ায় ছাত্রদের গুলি করা সেই সন্ত্রাসী আটক

Icon

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৩ পিএম

পটিয়ায় ছাত্রদের গুলি করা সেই সন্ত্রাসী আটক

সাইফুল ইসলাম রনি

চট্টগ্রামের পটিয়ায় ছাত্র-জনতার ওপর গুলি করা সেই অস্ত্রধারী সাইফুল ইসলাম রনিকে (৩৫) আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

পটিয়া জুড়িশিয়্যাল ম্যাজিস্ট্রেট আদালত এলাকায় তাকে আটক করে গণপিটুনি দেওয়ার পর থানায় সোপর্দ করা হয়। সে পটিয়া পৌর এলাকার ৬নং ওয়ার্ডের বাসিন্দা মৃত শফিউল আলমের পুত্র।

জানা গেছে, সন্ত্রাসী রনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাবেক এমপি মোতাহেরুল ইসলাম চৌধুরীর নির্দেশে ৪ আগস্ট ছাত্র-জনতার বিক্ষোভ মিছিলে বালু সাইফুলসহ কয়েকজন মিলে গুলি চালায়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হলে ওই মামলায় জামিন নিতে মঙ্গলবার আদালতে যায়। সেখানে ছাত্র-জনতার হাতে আটক ও গণপিটুনির শিকার হয়।

এরপর ছাত্ররা তাকে পুলিশে তুলে দেন। পুলিশ তাকে পটিয়া হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আদালতে নিয়ে যায়। আদালতের বিচারক তাররাহুম আহমেদ তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। 

পটিয়া থানার সেকেন্ড অফিসার আকরাম হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে মামলা রয়েছে। তাকে ওই মামলায় চালান দেওয়া হয়েছে। তার কাছ থেকে অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম