Logo
Logo
×

সারাদেশ

চাঁবিপ্রবির দুই শিক্ষককে অব্যাহতি

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪১ পিএম

চাঁবিপ্রবির দুই শিক্ষককে অব্যাহতি

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের

একাধিক অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ সাপেক্ষে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) দুই শিক্ষক সিএসই বিভাগের প্রভাষক প্রিন্স মাহমুদ ও আইসিটি বিভাগের প্রভাষক নাজিম উদ্দিনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার চাঁবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. নাছিম আখতারের অনুমোদনক্রমে রেজিস্ট্রার প্রকৌশলী মেজর মো. আব্দুল হাই (অব.) স্বাক্ষরিত এক পত্রে অব্যাহতির কথা জানানো হয়।  

জানা যায়, আওয়ামীপন্থি দুই শিক্ষক সরকার পতনের পর থেকেই প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে সাধারণ শিক্ষার্থীদের একটি অংশকে নানাভাবে উসকানি দিতে থাকে। 

তাদেরকে আর্থিক সুবিধাসহ নানাভাবে প্রতিষ্ঠানের আইন পরিপন্থি কাজে লিপ্ত হতে উসকানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। যে কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম