আমিরাতে ক্ষমা পাওয়া আরও ১০ জন দেশে ফিরেছেন
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৩ পিএম
![আমিরাতে ক্ষমা পাওয়া আরও ১০ জন দেশে ফিরেছেন](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/09/10/ctg-airport-66e06475433a2.jpg)
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশে ফিরেছেন ক্ষমা পাওয়া ৫৭ বাংলাদেশির মধ্যে আরও ১০ জন/ছবি: সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাতে ক্ষমা পাওয়া ৫৭ বাংলাদেশির মধ্যে আরও ১০ জন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশে ফিরেছেন। সোমবার রাত ও দিনের বিভিন্ন সময়ে তারা একাধিক ফ্লাইটে বিমানবন্দরে অবতরণ করেন। এর আগে একই বিমানবন্দর দিয়ে দেশে ফিরেছিলেন ১২ জন। এ নিয়ে ক্ষমাপ্রাপ্তদের ২২ জন চট্টগ্রাম বিমানবন্দর হয়ে দেশে ফিরে এসেছেন।
বিমানবন্দর সূত্র জানায়, সোমবার রাতে আবুধাবি থেকে এয়ার এরাবিয়ার ফ্লাইটে সাতজন, একইদিন বিকালে বিমানের ফ্লাইটে শারজাহ হতে দুজন এবং আগের দিন রোববার ইউএস বাংলার ফ্লাইটে একজন দেশে ফেরেন। এর আগে ৭ সেপ্টেম্বর দুটি ফ্লাইটে ফিরেছিলেন ১২ জন।
গত ২০ জুলাই প্রবাসী বাংলাদেশিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আমিরাতে বিক্ষোভ করেন। এরপর ৫৭ বাংলাদেশিকে গ্রেফতার করে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। বিচারের পর এই প্রবাসীদের মধ্যে কারও ১০ বছর, কারও ১১ বছর এমনকি কারও কারও যাবজ্জীবন কারাদণ্ড হয়। পরে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নানামুখী তৎপরতার পর তাদের ক্ষমা করে দেয় আমিরাত সরকার।