Logo
Logo
×

সারাদেশ

সাবেক এমপি চঞ্চলসহ ১৯ জনের নামে চাঁদাবাজি-লুট-দখলের মামলা

Icon

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১০ এএম

সাবেক এমপি চঞ্চলসহ ১৯ জনের নামে চাঁদাবাজি-লুট-দখলের মামলা

ঝিনাইদহের মহেশপুরে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চলসহ ১৯ জনের নামে এবং অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে চাঁদাবাজি, মাছ লুট ও অবৈধভাবে বাওড় দখলের মামলা হয়েছে। 

সোমবার মহেশপুর বিজ্ঞ আমলি ম্যাজিস্ট্রেট আদালতে বাদী হয়ে এ মামলা করেছেন সলেমানপুর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি আব্দুল হক। 

মামলায় বাকি আসামিরা হলেন- শ্রী প্রল্লাদ হালদার, শ্রী দিপাক হালদার, জাহাঙ্গীর আলম স্বপন, ইউনুছ শেখ, ছরোয়ার শেখ, সন্টু মন্ডল, বিপ্লব, মন্টু, বাছির, রেজাউল ইসলাম, লক্ষন হালদার, জিয়ারত মন্ডল, মাবুদ মন্ডল, ভাদ্র হালদার, ঝন্টু হালদার শরজিৎ হালদার, কানাই হালদার, ইকরামুল। 

এজাহারে মামলার বাদী উল্লেখ করেছেন, ২০০৭ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর মামলার প্রধান আসামি সাবেক সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চলের হুকুমে বাওড় সভাপতি আব্দুল হকের কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করলে তিনি তাদের তিন লাখ টাকা দেন। 

পর দিন বাওড়ের ৫০০ মণ মাছ, ২টি বেড় জাল ও ৪টি নৌকা দখল করেন নেন আসামিরা। যেগুলোর বাজার মূল্য দেখানে হয়েছে ৩৬ লাখ টাকা। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম