Logo
Logo
×

সারাদেশ

নিউ ধলেশ্বরীতে বাল্কহেডের সংঘর্ষে খেয়া নৌকার দুই যাত্রী নিখোঁজ

Icon

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৬ এএম

নিউ ধলেশ্বরীতে বাল্কহেডের সংঘর্ষে খেয়া নৌকার দুই যাত্রী নিখোঁজ

টাঙ্গাইলের কালিহাতীতে যমুনার শাখা নিউ ধলেশ্বরী নদীতে বালুবাহী বাল্কহেডের সংঘর্ষে খেয়াপার নৌকার দুই যাত্রী নিখোঁজ হয়েছেন। ফায়ার সার্ভিসের ডুবুরিরা তাদের উদ্ধারে নদীতে তল্লাশি চালাচ্ছেন। 

রোববার রাত ৮টার দিকে নিউ ধলেশ্বরী নদীতে উপজেলার জোকারচর এলাকায় খেয়াঘাটে এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় বাল্কহেডের দুইজনকে আটক ও বাল্কহেডটি পুলিশ হেফাজতে রয়েছে বলে জানিয়েছেন টাঙ্গাইল নৌপুলিশের পুলিশ সুপার সোহেল রানা।

নিখোঁজ দুই যাত্রী হচ্ছেন- উপজেলার দুর্গাপুর গ্রামের সামছুল হকের ছেলে মুক্তার হোসেন (৩২) এবং টাঙ্গাইল সদর উপজেলার রাঙ্গাচুইরা গ্রামের মৃত রহম প্রামাণিকের ছেলে বাবু প্রামাণিক (৩০)।

তাদের সন্ধানে সোমবার সকাল ৭টা থেকে উপজেলার জোকারচর এলাকায় নদীতে অভিযান চালাচ্ছেন ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের সদস্যরা। 

আটকরা হলেন- বালুবাহী বাল্কহেডের মাসুম গাজী ও রাশেদুল ইসলাম। মাসুম বরগুনা জেলার আমতলী থানার দক্ষিণ পশ্চিম গ্রামের তোতা গাজীর ছেলে ও রাশেদুল ইসলাম মৃত জাহাঙ্গীরের ছেলে।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার রাত ৮টার দিকে বালুবাহী বাল্কহেড কালিহাতী এলাকায় থেকে বালু আনতে যমুনা নদীর দিকে যাচ্ছিল। উপজেলা জোকারচর খেয়াঘাট থেকে ১৫-২০ জন যাত্রী নিয়ে খেয়ানৌকা ওপারের উদ্দেশে রওনা হয়। এ সময় বাল্কহেডের সঙ্গে খেয়ানৌকার সংঘর্ষে খেয়ানৌকার যাত্রীরা নদীতে পড়ে যায়। সাঁতরে যাত্রীরা পাড়ে উঠতে পারলেও বাবু ও মুক্তার এখনো নিখোঁজ রয়েছেন। 

টাঙ্গাইল নৌ পুলিশের পুলিশ সুপার সোহেল রানা বলেন, বালুবাহী বাল্কহেডের সংঘর্ষে খেয়ানৌকার দুই যাত্রী নিখোঁজ রয়েছেন। টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরিরা তাদের উদ্ধারে নদীতে তল্লাশি চালাচ্ছেন।

তিনি আরও বলেন, বাল্কহেডটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে ও বাল্কহেডের দুই জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম