Logo
Logo
×

সারাদেশ

যুবলীগ নেতার অত্যাচার, একযুগ পর নিজের বাড়ি ফিরল প্রবাসী পরিবার

Icon

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৭ পিএম

যুবলীগ নেতার অত্যাচার, একযুগ পর নিজের বাড়ি ফিরল প্রবাসী পরিবার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর নিজেদের বসতভিটায় ফিরে এসেছে এক প্রবাসী পরিবার। এর আগে কথিত যুবলীগ নেতার অমানবিক নির্যাতনের শিকার হয়ে বাড়ি ছেড়ে থাকতে হয়েছিল দীর্ঘ ১২ বছর।

নির্মম নির্যাতনের শিকার হয়ে নিদারুণ কষ্ট বুকে নিয়ে রাতের আঁধারে বাড়ি ছেড়ে থাকতে হয়েছে ভাড়া বাসায়। ঘটনাটি ঘটেছে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের সানকিসাইর গ্রামের মিজি বাড়িতে।

জানা যায়, ওই বাড়ির সৌদি আরব প্রবাসী নুরুল আমিন ও গ্রিস প্রবাসী আব্বাস জীবিকার তাগিদে কয়েক বছর প্রবাসে ছিলেন। তাদের পরিবারে কোনো ছেলেসন্তান না থাকায় কন্যা সন্তানদের নিয়ে সুখেই কাটছিল দুই ভাইয়ের যৌথ সংসার; কিন্তু এই দুই পরিবারের এমন সুখ সহ্য হয়নি তাদের বাড়িতে থাকা যুবলীগ নেতা জহির হোসেনের। তার সহযোগীদের নিয়ে প্রবাসী ওই পরিবারগুলোর ওপর বিভিন্ন অজুহাতে শুরু হয় জমি দখল, চাঁদাদাবি, মারধর। শিকার হতে হয় লুটপাটের।

একপর্যায়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের কার্যালয়, থানা পুলিশ ও আদালতে অভিযোগ দিলেও বিচারবঞ্চিত হয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। তিলে তিলে গড়া স্বপ্নের বসত বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছে ভুক্তভোগী এই পরিবারটিকে।

দীর্ঘ ১২ বছর এ পরিবারটি বাড়িতে না থাকলেও জহিরের আতঙ্কের ছাপ বিরাজ করছে এখনো তাদের চোখে। জহির বাড়িতে না থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

অপরাধীদের অন্যায়ের প্রতিবাদ করে আব্দুস সামাদ ও স্থানীয় চিকিৎসক শহীদ হোসেনসহ অনেকেই হয়েছেন সন্ত্রাসী হামলার শিকার। পরবর্তীতে জহিরের অন্যায়ের আর কেউ প্রতিবাদ করেনি।

স্থানীয় ইউপি সদস্য আবু সাদেকের সঙ্গে কথা বলে মিলেছে যুবলীগ নামধারী জহিরের দ্বারা প্রবাসী এই পরিবারগুলোর বাড়িছাড়া হওয়ার সত্যতা।

ভুক্তভোগী প্রবাসীদের স্ত্রী ফাতেমা বেগম, শাহিনুর বেগম ও তাদের মেয়ে আয়শা আক্তার মিম বলেন, ১২টি বছর জহিরের অত্যাচারের শিকার হয়ে বাড়ির বাহিরে থাকতে হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর বাড়িতে ফিরে আসতে পেরেছি। আমাদের মতো এমন অন্যায়ের শিকার যেন আর কোনো পরিবারকে না হতে হয় সেই চাওয়া বর্তমান সরকারের কাছে আমাদের।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম