স্কুলের সাবেক সভাপতির নামে সিগারেট ক্রয়ের ভাউচার
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৪ পিএম
ময়মনসিংহের নান্দাইল উপজেলার দিলালপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি নুরুল ইসলামের নামে বিভিন্ন অনুষ্ঠানের খরচা বাবদ সিগারেটের ভাউচার অন্তর্ভুক্ত করার অভিযোগ পাওয়া গেছে।
এছাড়া প্রকল্প কমিটির সভাপতি হয়ে অর্থ আত্মসাৎ ও শিক্ষকের এমপিওভুক্তির শর্তে ঘুস গ্রহণসহ নানাবিধ অভিযোগ তুলে ধরেন বিদায়ী ম্যানেজিং কমিটির আরেক সভাপতি শাহ মোহাম্মদ দিদারুল ইসলামসহ কমিটির অভিভাবক সদস্যরা।
বিদায়ী সাবেক সভাপতি ও কমিটির সব সদস্যের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচারের প্রতিবাদে সোমবার দুপুরে সিংরইল ইউনিয়নের দিলালপুর উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে দিলালপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি শাহ মোহাম্মদ দিদারুল ইসলাম।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, দিলালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিনের সহযোগিতায় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি নুরুল ইসলাম ও তৎকালীন কমিটির সব সদস্য গত বুধবার অত্র বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের এক মতবিনিময় সভায় সর্বশেষ বিদায়ী ম্যানেজিং কমিটির সভাপতি ও কমিটির সদস্যদের বিরুদ্ধে নানারকম অপপ্রচার চালিয়েছেন; যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত বলে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করেন সাবেক সভাপতি শাহ মোহাম্মদ দিদারুল ইসলাম ও তার কমিটির লোকজন।
এছাড়া তিনি আরও বলেন, সাবেক সভাপতি নুরুল ইসলাম ও তার কমিটির লোকজন স্বীয় স্বার্থ হাসিলের জন্য নানাবিধ অপকর্ম ও দুর্নীতি করেছেন। এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন অনুষ্ঠানে সাবেক সভাপতি নুরুল ইসলামের নামে সিগারেট ক্রয়ের ভাউচার নিয়ে শিক্ষাঙ্গনের ব্যাপক দুর্নাম রয়েছে। তৎকালীন শিক্ষার মান উন্নয়ন ছিল ৬৮%, যা সাবেক সভাপতি শাহ মোহাম্মদ দিদারুল ইসলামের সময়ে শিক্ষার মান উন্নয়ন বৃদ্ধি পেয়ে তা ৯২.৭% দাঁড়িয়েছে। বর্তমানে দুর্নীতিবাজ সেই সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি নুরুল ইসলামের মাধ্যমে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে অনিয়মতান্ত্রিকভাবে পিটিএ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন অভিযোগকারীরা। শুধু তাই নয়, সাবেক সভাপতি শাহ মোহাম্মদ দিদারুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন সময়ে একাধিক অভিযোগ করা হলেও তা সরজমিন মিথ্যা প্রমাণিত হয়েছে।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন ও সাবেক সভাপতি নুরুল ইসলামসহ কমিটির অন্য সাবেক অভিভাবক সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
এ বিষয়ে দিলালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন বলেন, আমার বিরুদ্ধে যা বলছে, তা কোনোটাই সত্য নয়।
সাবেক সভাপতি নুরুল ইসলাম জানান, সভাপতি থাকাকালীন যে অপকর্ম করা হয়েছে, সেগুলো ঢাকার জন্য দিদারুল ইসলাম আমার ওপর বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে।