জেএসডি রংপুর জেলা ও মহানগর শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়
রংপুর প্রদেশসহ রাষ্ট্র কাঠামো সংস্কার ও নতুন সংবিধান প্রণয়নের দাবিতে রংপুরে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার সকালে রংপুর প্রেস ক্লাব চত্বরে জেএসডি রংপুর জেলা ও মহানগর শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেএসডি রংপুর জেলা শাখার সভাপতি মো. আমিন উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেএসডির রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আ. সাদেক জিহাদী, মহানগর সভাপতি সাদেকুর রহমান, সাধারণ সম্পাদক এবিএম মশিউর রহমান, সার্জেন্ট (অব.) আতিয়ার রহমান, রাষ্ট্র সংস্কার আন্দোলনের জেলা সমন্বয়ক অধ্যাপক চিনু কবির, বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট রায়হান কবির, নাগরিক ঐক্য জেলা সদস্য সচিব শাহ মো. রহমতুল্যা, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তৌহিদুর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সামাজিক-আঞ্চলিক-অর্থনৈতিক বৈষম্য দূরীকরণে রংপুর প্রদেশসহ দেশে ৯টি প্রদেশ ও প্রাদেশিক সরকার গঠন করা যেতে পারে। শ্রমজীবী-কর্মজীবী-পেশাজীবী জনগণের প্রতিনিধিত্বে জাতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ, প্রাদেশিক পার্লামেন্টের দাবি জানান।
এ সময় অবিলম্বে দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সব উপদেষ্টার দৃষ্টি কামনা করেন।