Logo
Logo
×

সারাদেশ

সিলেটে শাহপরাণ (রহ.) মাজারে ৩ দিনব্যাপী ওরস শুরু

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৮ পিএম

সিলেটে শাহপরাণ (রহ.) মাজারে ৩ দিনব্যাপী ওরস শুরু

সিলেটে দরগাহ-ই-হজরত শাহপরাণে (রহ.) তিন দিনব্যাপী ওরস শুরু হয়েছে।

রোববার সাড়ে ১০টা থেকে কুরআন খতম, জিকির-আজগারের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। দ্বিতীয় দিন আজ ভক্ত-আশেকানদের হজরত শাহপরাণের (রহ.) মাজারে গিলাফ চড়ানোর মধ্য দিয়ে ওরসের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। কাল মঙ্গলবার বাদ ফজর আখেরি মোনাজাত ও শিরনি বিতরণের মাধ্যমে ওরসের কার্যক্রম শেষ হবে।

কিছু বিধি-নিষেধ থাকায় আগের তুলনায় এবার ভক্ত-আশেকানদের আগমন তুলনামূলকভাবে কম পরিলক্ষিত হচ্ছে। ওরস উপলক্ষ্যে মাজার প্রাঙ্গণে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। এবারের ওরসে গান-বাজনা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম