Logo
Logo
×

সারাদেশ

সাবেক হুইপ স্বপন ও এমপি দুদুসহ ১৯০ জনের বিরুদ্ধে মামলা  

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৭ পিএম

সাবেক হুইপ স্বপন ও এমপি দুদুসহ ১৯০ জনের বিরুদ্ধে মামলা  

জয়পুরহাটে সাবেক হুইপ ও জয়পুরহাট-২ আসনের সাবেক এমপি আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জয়পুরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য সামছুল আলম দুদুসহ ১৯০ জনের নামে মামলা হয়েছে।  বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন চলাকালে হামলা, হত্যার উদ্দেশ্যে মারধর ও গুলির অভিযোগে এক শিক্ষার্থী এ মামলা করেন।

মামলায় ১৯০ জনের নাম উল্লেখ ছাড়া আরও ৩৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ শিক্ষার্থী রিমন হোসেন বাদী হয়ে জয়পুরহাট থানায় এ মামলাটি করেন। 
শুক্রবার রাতে জয়পুরহাট থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, মামলাটির তদন্ত শুরু হয়েছে। 

এজাহার সূত্রে জানা গেছে, গত ৪আগস্ট দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন চলাকালে শিক্ষার্থী রিমন অন্য শিক্ষার্থীদের সঙ্গে শহরের জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন। ওই সময় আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও সামছুল আলম দুদুর নেতৃত্বে অন্য আসামিরা ওই শান্তিপূর্ণ ছাত্র-আন্দোলন কর্মসূচিতে হামলা চালায়। সেখানে আব্দুর রহিম নামের এক আসামির গুলিতে শিক্ষার্থী রিমন গুলিবিদ্ধ হন। পরে তাকে জয়পুরহাটের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, এ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন চলাকালে হামলা, গুলি ও হত্যার অভিযোগে জেলায় মোট ৬টি মামলা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম