চট্টগ্রামে জামায়াতের কর্মী সম্মেলন
আ.লীগ এখনো দেশের সার্বভৌমত্ব ধ্বংসের চেষ্টায় লিপ্ত: মাওলানা শাহজাহান
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৮ পিএম
ফাইল ছবি
জামায়াতে ইসলামীর অ্যাসিসটেন্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, আওয়ামী লীগ নামক ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারকে ক্ষমতায় এনেছিল মইন উদ্দিন, ফখরুদ্দিনরা। তারা জাতিকে কিছুই দিতে পারেনি। উল্টো ব্যাংকসহ অনেক কিছু লুটেপুটে খেয়েছে।
তিনি বলেন, এখনো আওয়ামী লীগ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশের ব্যাংক লুট, দুর্নীতি, মানি-লন্ডারিং ও সব গণহত্যার সুষ্ঠু তদন্ত করে আওয়ামী লীগের বিচার করতে হবে। বিদেশে পাচার করা সব টাকা ফেরত আনতে হবে।
তিনি শুক্রবার চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। স্থানীয় মাইলের মাথা এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইপিজেড থানা জামায়াতের আমির আবুল মোকাররমের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর আমীর ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নগর জামায়াতের নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন ও অ্যাসিসটেন্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ।
মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, আওয়ামী লীগ ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যা করে অরাজক পরিবেশ সৃষ্টি করেছিল। ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি দেশপ্রেমিক ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল। আওয়ামী লীগ বন্দর নিয়ন্ত্রণ করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছিল। তাদের ক্ষমতায় আসার উদ্দেশ্য দেশের উন্নয়ন নয়, পার্শ্ববর্তী দেশকে সুবিধা দেওয়া। আওয়ামী লীগ কখনো গণতন্ত্রে বিশ্বাস করে না, লুটপাটে বিশ্বাস করে। বাংলাদেশের দামাল ছেলেরা দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে। দেশের সর্বস্তরের জনগণ ছাত্র-জনতার পক্ষে থাকায় স্বৈরাচারি শাসক ভারতে পালাতে বাধ্য হয়েছে।
প্রধান বক্তার বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের বীরত্ব, সাহসিকতা ও প্রজ্ঞার সঙ্গে ময়দানে অকুতোভয় সৈনিক হিসেবে কাজ করতে হবে।
এদিকে একই দিন নগরীর পিসি রোডের একটি কমিউনিটি সেন্টারে পাহাড়তলী থানা জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।