১৪ বছর পর দেশে ফিরলেন স্বেচ্ছাসেবক দল নেতা শাহীন
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৬ পিএম
![১৪ বছর পর দেশে ফিরলেন স্বেচ্ছাসেবক দল নেতা শাহীন](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/09/05/image-847602-1725549400.jpg)
১৪ বছর পর দেশে ফিরলেন স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক সম্পাদক নাসির আহমেদ শাহীন। নাসির আহমেদ শাহীন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতিরও দায়িত্ব পালন করছেন। তিনি মৌলভীবাজারের সন্তান।
বৃহস্পতিবার সকালে একটি ফ্লাইটে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছলে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতারা স্বাগত জানান। পরে সেখান থেকে মোটর শোভাযাত্রাসহকারে মৌলভীবাজারের নিজ বাড়িতে রওনা দেন। পথে শেরপুর গোল চত্বরে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সংবর্ধনার আয়োজন করা হয়।
মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিএমএ মোক্তাদির রাজের সভাপতিত্বে ও সদস্য সচিব আহমেদ আহাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সংবর্ধিত অতিথি নাসির আহমেদ শাহীন, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, ১নং খলিলপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক গাজী মারুফ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান, যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক গাজী জাবেদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।