Logo
Logo
×

সারাদেশ

গাজীপুরে পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

Icon

গাজীপুর দক্ষিণ প্রতিনিধি

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৪ পিএম

গাজীপুরে পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ফাইল ছবি

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পিকআপ ভ্যানের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো তিনজন।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ভাওয়াল উদ্যানের ৩ নম্বর গেইটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিক নিহত এবং আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে নিহত ওই ব্যক্তি পিকআপ ভ্যানের সহকারী ছিলেন বলে জানা গেছে।

সালনা হাইওয়ে থানার ডিউটি অফিসার জেসিকা আক্তার বলেন, জাতীয় সেবা নম্বর-৯৯৯ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠান।

এছাড়া আহতদের ও উদ্ধার করে ওই হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম