Logo
Logo
×

সারাদেশ

সাবেক মন্ত্রী তাজুল ও তার স্ত্রীর দখলীয় জমি ফেরত পেতে মানববন্ধন

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৮ পিএম

সাবেক মন্ত্রী তাজুল ও তার স্ত্রীর দখলীয় জমি ফেরত পেতে মানববন্ধন

বান্দরবানে সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম ও তার স্ত্রী ফৌজিয়া ইসলাম কর্তৃক অসহায় পরিবারের জায়গা, চলাচলের রাস্তা জোরপূর্বক দখলের প্রতিবাদে এবং দখলীয় জায়গা পুনরুদ্ধার করে দোষী ব্যক্তির বিরুদ্ধে শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। 

বুধবার সকালে বান্দরবান প্রেস ক্লাবের সামনে দেরাজ মিয়াপাড়া, ফুইট্টা ঝিরি, টংগঝিরি, পূর্গা খোলা, প্রিয়শরীর প্রায় শতাধিক পাহাড়ি বাঙালি নারী-পুরুষ এ মানববন্ধন করেন। 

মানববন্ধনে তারা বলেন, বহিরাগত সাবেক মন্ত্রী তাজুল ইসলাম ও তার স্ত্রী ফৌজিয়া ইসলাম বর্তমানে আত্মগোপনে থেকে তাদের স্বজন শাহ আলম মুকুলের মাধ্যমে স্থানীয় সন্ত্রাসী মহাকাত আলী, শাহাব উদ্দিন, বাবুল, বেদু, দেলুয়ার, লিয়াকত, সোহরাব, রায়হান, শাহেব মিয়াসহ কয়েকজনকে দিয়ে আমাদের জায়গায় থাকা ঘরবাড়ি ভাঙচুর করে এবং জায়গা থেকে সরে না গেলে প্রতিনিয়ত হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। 

বিভিন্ন সময় মামলা দেওয়ার পরও এসব সন্ত্রাসী প্রকাশ্যে অস্ত্রহাতে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেফতার করছে না। এ সময় তারা সাবেক মন্ত্রী তাজুল ইসলাম, স্ত্রী ফৌজিয়া ইসলাম ও তার স্বজন শাহ আলম মুকুলসহ সব সন্ত্রাসীকে গ্রেফতারের দাবি জানান। 

তাদের দাবি, চট্টগ্রামে থাকা শাহ আলম মুকুলকে গ্রেফতার করলে আত্মগোপনে থাকা সাবেক মন্ত্রী তাজুল ইসলামকে সহজে গ্রেফতার করা সম্ভব। 

তারা আরও বলেন, সাবেক মন্ত্রী তাজুল ইসলাম, তার স্ত্রী ও স্বজন শাহ আলম মুকুল লামার সরইয়ের দেরাজ মিয়াপাড়ায় ভুয়া কাগজ তৈরির মাধ্যমে এসব অসহায় পরিবারের প্রায় ৫শ একরেরও বেশি জমি বেদখল করেছেন। তাই অতিসত্ত্বর এসব জায়গা উদ্ধার করে অসহায় পরিবারকে ফিরিয়ে দিয়ে দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম