লুটেরা লুটপাটে ব্যস্ত, বলছেন চরমোনাই পির
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৩ পিএম
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পির সাহেব চরমোনাই বলেছেন, যখন আমরা বিজাতীদের মন্দির পাহারায় ব্যস্ত, যখন রাস্তায় মানুষের দুর্ভোগ লাঘবে ব্যস্ত; তখন একশ্রেণির মানুষ-লুটেরা লুটপাটে ব্যস্ত।
বুধবার বিকালে শেরপুর শহরের থানার মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ৫৩ বছর স্বাধীনতার বয়স। আমরা বারবার সরকারের পরিবর্তন দেখেছি। বাংলাদেশের মানুষ এ পরিবর্তনের মাধ্যমে একবার দুইবার নয়, তামাম দুনিয়ায় চোরের দিক থেকে পাঁচবার ফাস্ট হয়েছে। এর পরিবর্তন আমাদেরকেই করতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ হতে আমি সবাইকে আহ্বান জানাব, দুনিয়াতে শান্তি আর আখেরাতে মুক্তির একমাত্র নীতি আর্দশের নাম হলো ইসলাম। আপনাদের দোয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা শুরু থেকে এখন পর্যন্ত কোন কলঙ্কের দাগ লাগেনাই। লাগাতে পারে নাই।
সামাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের শেরপুর জেলা সভাপতি মাওলানা ফারুক আহমাদের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী। সংগঠনের শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ফখরুদ্দীন জাফরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন- জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ জামালপুরের সভাপতি মাওলানা আবুল কাশেম, শেরপুর জেলা সভাপতি মুফতি আবু তালেব মুহাম্মদ সাইফুদ্দিন, দ্বীনি সংগঠন শেরপুরের নেতা মাওলানা বাছির উদ্দিন।
উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের শেরপুরের উপদেষ্টা মাওলানা আজিজুর রহমান বড় হুজুর, বীর মুক্তিযোদ্ধা আলহাজ নূরুল ইসলাম, মাওলানা মিরাজ উদ্দীন প্রমুখ।
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর জেলা শাখার নেতা, সহযোগী সংগঠনের নেতাকর্মী ও মুরিদরা ছাড়াও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।