Logo
Logo
×

সারাদেশ

সচিবালয়ে হামলা: রামুতে আনসার সদস্য গ্রেফতার

Icon

রামু (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:১০ পিএম

সচিবালয়ে হামলা: রামুতে আনসার সদস্য গ্রেফতার

রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের হামলা ও ভাঙচুরের ঘটনায় মিজানুর রহমান নামে এক আনসার সদস্যকে ধরে প্রশাসনের কাছে হস্তান্তর করেছেন এলাকাবাসী। 

মঙ্গলবার দুপুর ১২টার দিকে রামুর কাউয়ারখোপ ইউনিয়নের রাবার বাগান এলাকায় গা-ঢাকা দিয়ে থাকা ওই আনসার সদস্যকে ডিবির কাছে হস্তান্তর করেন স্থানীয়রা। আটক মিজানুর রহমান কক্সবাজার সদর উপজেলার চৌফলন্ডী ইউনিয়নের বাসিন্দা জাফর আলমের ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার রাতে আইনশৃঙ্খলা বাহিনী ওই আনসার সদস্যকে গ্রেফতারের উদ্দেশ্যে কয়েকটি বাড়িতে তল্লাশি চালায়। পরে তাকে না পেয়ে বিষয়টি এলাকাবাসীকে জানান। পরদিন মঙ্গলবার রাবার বাগান থেকে আনসার সদস্য মিজানুর রহমানকে ধরে প্রশাসনের কাছে হস্তান্তর করেন এলাকাবাসী। 

গত ২৫ আগস্ট রাতে আনুমানিক ১০ হাজার আনসার সদস্য সচিবালয় এলাকায় হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় পৃথক চারটি থানায় মামলা করা হয়। এসব মামলায় আসামিদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে বেআইনি জনতাবদ্ধ হয়ে পুলিশের কাজে বাধা, অগ্নিসংযোগ ও ইটপাটকেল নিক্ষেপ করে গাড়ি ভাঙচুরের অভিযোগ আনা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম