বগুড়ায় শিক্ষকদের হয়রানি, নির্যাতন ও জোরপূর্বক পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন
বগুড়া ব্যুরো
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫০ পিএম
বগুড়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, শিক্ষক-কর্মচারীদের হয়রানি, নির্যাতন ও জোরপূর্বক পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বাংলাদেশ শিক্ষক সমিতি ও শিক্ষক কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে মঙ্গলবার দুপুরে শহরের সাতমাথায় এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- আশোকোলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান, মায়নুর রহমান, উত্তরণ স্কুলের অফিস সহকারী রাজা মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষকরা শিক্ষার্থী তৈরির কারিগর। অথচ রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগে কতিপয় ব্যক্তির ইন্ধনে শিক্ষার্থীরা অধ্যক্ষ, প্রধান শিক্ষক, শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করছে। তাদের অপমানজনকভাবে পদত্যাগে বাধ্য করা হচ্ছে; যা মোটেও শিক্ষাঙ্গনের জন্য শুভ ফল বয়ে আনবে না। এ অবস্থা চলতে থাকলে শিক্ষাক্ষেত্রে জাতির মেরুদণ্ড ভেঙে যাবে।
বক্তারা এ ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। বৃষ্টি উপেক্ষা করে জেলার বিভিন্ন উপজেলার শিক্ষক-কর্মচারীরা মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।