Logo
Logo
×

সারাদেশ

পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ ৪ শ্রমিকের লাশ উদ্ধার 

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:০১ পিএম

পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ ৪ শ্রমিকের লাশ উদ্ধার 

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ চার শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে ঘটনাস্থলের কাছাকাছি পদ্মার আরেকটি চর এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। 

স্থানীয়রা জানিয়েছেন,পদ্মার খানপুর চর সংলগ্ন নদীতে সোমবার রাতে লাশগুলো ভেসে উঠলে এলাকাবাসী উদ্ধার করেন। 
মৃতরা হলেন- রাজু আহম্মেদ (২২), সবুজ হোসেন (২০) ফারুক হোসেন (১৯) ও মোহাম্মদ আলী (৩৮)। তারা সবাই চর মাঝারদিয়াড় এলাকার বাসিন্দা।   

স্থানীয়রা জানান, গত রোববার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে পদ্মার মাঝারদিয়াড় এলাকার ১৬ জন শ্রমিক খানপুর চরে কাজ শেষে ডিঙ্গি নৌকায় পদ্মা পাড়ি দিয়ে বাড়িতে ফিরছিলেন।চর মাঝারদিয়াড়ের কাছাকাছি আসলে পদ্মার তীব্র স্রোতে নৌকাটি ডুবে যায়। ১২ জন শ্রমিক সাঁতরে কূলে উঠতে পারলেও ৪ জন শ্রমিক স্রোতে তলিয়ে যায়। স্বজনরা রাতভর নদীতে পাহারা বসিয়ে নিখোঁজদের উদ্ধারের চেষ্টা করেন।

এদিকে সোমবার দিনভর নদীতে তল্লাশি চালায় রাজশাহী ফায়ার সার্ভিসের তিনটি দল। কিন্তু কাউকে উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিস সন্ধ্যায় উদ্ধার অভিযান শেষ করেন। 

পবা উপজেলার হরিপুর ইউপি সদস্য হুমায়ুন কবির জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যায় উদ্ধার অভিযান করে ফিরে গেলেও স্বজনরা নদীতে মরদেহ খুঁজতে থাকেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে প্রথমে দুইজনের ও রাত ৩টার দিকে খানপুর চর এলাকা থেকে আরও দুজনের লাশ উদ্ধার করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম