Logo
Logo
×

সারাদেশ

কোম্পানীগঞ্জে বিএনপি নেতা তোতা হত্যা

আ.লীগ-বিএনপির ৩১ জনের নামে মামলা

Icon

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৯ এএম

আ.লীগ-বিএনপির ৩১ জনের নামে মামলা

কোম্পানীগঞ্জে প্রতিপক্ষের হামলায় বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল মতিন তোতার মৃত্যুর ঘটনায় আওয়ামী লীগ ও বিএনপির ৩১ জনের নামে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় নিহত আবদুল মতিন তোতার ছেলে ইসমাইল বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন।

মামলায় চরএলাহী ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ইসমাইলসহ ৩১ জনকে আসামি করা হয়।

জানা যায়, গত ২৭ আগস্ট রাত আনুমানিক সাড়ে ৯টায় চরএলাহী বাজারের নুরুল হুদার ফলের দোকানে বসা অবস্থায় সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা আবদুল মতিন তোতার ওপর আসামিরা হামলা করে। এ সময় তাকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তোতাকে উদ্ধার করে নোয়াখালী থেকে রাজধানীর ধানমন্ডি পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। ৪ দিন চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ আগস্ট তিনি মারা যান।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী মামলার বিষয় নিশ্চিত করে বলেন, বিএনপি নেতা আবদুল মতিন তোতার ছেলে ইসমাইল একটি হত্যা মামলা অভিযোগ দায়ের করেছেন। মামলাটি রুজু করে আসামিদেরকে গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম