Logo
Logo
×

সারাদেশ

সাফে চ্যাম্পিয়ন হওয়া দলের গোলরক্ষক মাহিনকে সংবর্ধনা

Icon

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫০ পিএম

সাফে চ্যাম্পিয়ন হওয়া দলের গোলরক্ষক মাহিনকে সংবর্ধনা

দক্ষিণ এশিয়ার সাফ ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন দলের গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিনকে সংবর্ধনা দিয়েছে ভেড়ামারা উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থা। 

রোববার বিকাল ৪টায় নির্বাহী অফিসারের অফিস কক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়। বর্ণাঢ্য এ সংবর্ধনা অনুষ্ঠানে মাহিনকে ফুলেল সংবর্ধনা এবং সম্মামনা ক্রেস্ট তুলে দেওয়া হয়। সে ভেড়ামারার বাহিরচর বারোদাগ গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে।

দক্ষিণ এশিয়ার সাফ ফুটবল টুর্নামেন্টে অনূর্ধ্ব-২০ এর গোলরক্ষক হিসেবে নেপালে যায় মাহিন। সেখানে নেপালকে ৪-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ। সে ২০২২ সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে অনূর্ধ্ব-১৭ সাফ গেমস শ্রীলংকায় এবং ২০২৩ সালে নেপাল এবং ২০২৪ সালে সাফ গেমসে চ্যাম্পিয়ন হয়ে দেশের মুখ উজ্জ্বল করেছে। 

মাহিনের এমন বীরোচিত অর্জনে ভেড়ামারা উপজেলা প্রশাসন এবং ক্রীড়া সংস্থা বর্ণাঢ্য সংবর্ধনার আয়োজন করে। উপজেলা যুব উন্নয়ন অফিসার লুৎফর রহমানের উপস্থাপনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু। এ সময় তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন তিনি। এছাড়াও জুভেন্টাস ক্লাবকে ২টি ফুটবল উপহার দেন। 

এ সময় দৈনিক যুগান্তরের সিনিয়র সাংবাদিক রেজাউল করিম মাহিনকে সর্বোচ্চ দামি এক জোড়া বুট এবং সাথি ফুড পার্কের পক্ষ থেকে সাংবাদিক আব্দুল আলীম ৫টি ফুটবল এবং ১ সেট ব্লেজার উপহার দেওয়ার ঘোষণা দেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম