১৬ বছরে দুইশ লাইসেন্স বরিশালে জমা পড়েনি শতাধিক আগ্নেয়াস্ত্র
বরিশাল ব্যুরো
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৬ এএম
গত ষোলো বছরে আওয়ামী লীগ সরকারের আমলে বরিশাল জেলায় দুই শতাধিক আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দিয়েছে জেলা প্রশাসন।
সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক আদেশে এসব আগ্নেয়াস্ত্র লাইসেন্স বাতিল করে থানায় জমা দেওয়ার কথা বলা হয়। তবে বরিশাল জেলায় দুই শতাধিক আগ্নেয়াস্ত্র থাকলেও রোববার পর্যন্ত ৭৪টি অস্ত্র জমা পড়েছে বলে জানায় পুলিশ। বরিশাল মেট্রোপলিটন পুলিশের চারটি ও জেলার দশটি থানা পুলিশ এসব তথ্য নিশ্চিত করেছে। তবে একাধিক সূত্র জানায়, বিগত ষোলো বছরে বেশিরভাগ অসে্ত্রর লাইসেন্স পেয়েছে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা। গ্রেফতার আতঙ্কে ওই সব নেতাকর্মীরা অস্ত্র জমা দেয়নি।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের থানায় মোট ৩৯টি আগ্নেয়াস্ত্র জমা পড়েছে। আরও দুদিন সময় রয়েছে অস্ত্র জমা দেওয়ার। এছাড়া মেট্রোপলিটন পুলিশের তিনটি থানা ও জেলার দশটি থানায় জমা পড়েছে পঁয়ত্রিশটি আগ্নেয়াস্ত্র। এখনও ১২৬টি আগ্নেয়াস্ত্র থানায় জমা পড়েনি বলে জানান তিনি।