Logo
Logo
×

সারাদেশ

ব্যবসায় লোকসান হওয়ায় যা করলেন ব্যবসায়ী

Icon

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৪ পিএম

ব্যবসায় লোকসান হওয়ায় যা করলেন ব্যবসায়ী

ব্যবসায় লোকসান হওয়ায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ইসরাইল হোসেন (৫৮) নামে এক ব্যক্তি। তিনি উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত জমশেদ আলীর ছেলে।

রোববার ভোর সাড়ে ৫টার দিকে নিজ ঘরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

পরে বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা থানা পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

পরিবারের সদস্যরা জানান, ব্যবসা বাণিজ্যে ধারাবাহিক লোকসানের কারণেই আত্মহত্যা করে থাকতে পারেন ইসরাইল হোসেন।

শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত হতে পুলিশ কাজ করছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম