Logo
Logo
×

সারাদেশ

কুলাউড়ায় নিখোঁজের ৪ দিন পর পুকুরে ভেসে উঠল বৃদ্ধের লাশ

Icon

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৪, ১০:১৩ পিএম

কুলাউড়ায় নিখোঁজের ৪ দিন পর পুকুরে ভেসে উঠল বৃদ্ধের লাশ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে নিখোঁজের ৪ দিন পর শনিবার মউর মিয়া (৭০) নামে এক বৃদ্ধের লাশ ভেসে উঠেছে পুকুরে। তিনি একজন প্রতিবন্ধী বলে জানান স্থানীয় লোকজন। 

স্থানীয় কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ জানান, গত ৪ দিন থেকে কর্মধা গ্রামের বৃদ্ধ মউর মিয়া নিখোঁজ ছিলেন। নিখোঁজের পর তার ছেলেরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। শনিবার সকালের দিকে একটি পুকুরে তার লাশ ভাসমান দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। 

চেয়ারম্যান জানান, বৃদ্ধ মউর মিয়া একজন প্রতিবন্ধী। তিনি বৃদ্ধ ও প্রতিবন্ধী হওয়ায় অসাবধানতাবশত পুকুরে পড়ে মৃত্যুবরণ করেছেন। তাই তার মৃত্যু নিয়ে পরিবারের কিংবা এলাকার কারও কোনো অভিযোগ নেই।

কুলাউড়া থানার এসআই আনোয়ার জানান, নিহতের বাড়ির পাশের পুকুরে বৃদ্ধের লাশ পাওয়া যায়। স্থানীয় চেয়ারম্যান ও পরিবারের সিদ্বান্তে এবং কোনো অভিযোগ না থাকায় লাশের ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম