রেললাইনে আটকে পড়া সিএনজি টেনে নিয়ে গেল ট্রেন
যুগান্তর প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৪, ০৮:২২ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় অল্পের জন্যে ট্রেনে কাটা পড়া থেকে রক্ষা পেল সিএনজির চালকসহ যাত্রীরা।
শনিবার বেলা সোয়া ১১টার দিকে সদর উপজেলার পাঘাচং নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে যাত্রীরা রক্ষা পেলেও সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থানা পুলিশের অফিসার ইনর্চাজ (ওসি) জসিম উদ্দিন খন্দকার জানান, পাঘাচং নামক এলাকায় একটি সিএনজি রেললাইন অতিক্রম করার সময় আটকে যায়। এসময় সিলেট থেকে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস ট্রেন ঢাকা অভিমুখে যাচ্ছিল। ট্রেনটি কাছাকাছি এসে পড়ায় সিএনজির চালকসহ যাত্রীরা নেমে পড়ে। ট্রেন সিএনজিটিকে হেচড়ে প্রায় এক কিলোমিটার দূরে নিয়ে যায়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। রক্ষা পায় যাত্রীরা। সামান্য কিছু সময় বিলম্বের পর ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।