Logo
Logo
×

সারাদেশ

ওসমানীনগরে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক

Icon

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪, ১০:৩৭ পিএম

ওসমানীনগরে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক

সিলেটের ওসমানীনগরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক আহত হয়েছেন।  শুক্রবার জুমা বাদ তাজপুর ইউনিয়নের মঙ্গলচন্ডী বাজারে এ সংঘর্ষ হয় বলে জানিয়েছেন ওসমানীনগর থানার ওসি রাশেদুল হক। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সূত্র জানায়, সকালে মঙ্গলচন্ডী কালিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাটিহানী ও সোনারপাড়া  গ্রামের কিশোরদের মধ্যে ফুটবল খেলা হয়। খেলা চলাকালে মোকামপাড়া মাটিহানী গ্রামের ছুরুক মিয়ার ছেলে ফারহানের সঙ্গে সোনারপাড়া গ্রামের সুন্দর আলীর ছেলে সুলেমানের বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। 

এর জেরে জুমা নামাজের পর দুই গ্রামের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে গুরুতর আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম