Logo
Logo
×

সারাদেশ

প্রাণ আরএফএল গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্কে অগ্নিকাণ্ড 

Icon

পলাশ (নরসিংদী) প্রতিনিধি 

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪, ০৮:৩০ পিএম

প্রাণ আরএফএল গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্কে অগ্নিকাণ্ড 

নরসিংদীর পলাশে প্রাণ আরএফএল গ্রুপের ডাংগা ইন্ডাস্ট্রিয়াল পার্কে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  শুক্রবার বিকালে পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের কাজিরচর এলাকার পার্কে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

এ তথ্য নিশ্চিত করেছেন পলাশ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সাদেকুল বারী।

পলাশ ফায়ার সার্ভিস ও পার্কের শ্রমিকরা জানান, শুক্রবার বিকাল ৪টার দিকে ডাংগা ইন্ডাস্ট্রিয়াল পার্কের পিএইচ ফোম (ওয়ান টাইম) শাখায় আগুন লাগে।  খবর পেয়ে পলাশ ফায়ার স্টেশন, নরসিংদী ও মাধবদীর ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ করছে। 

এছাড়াও ঘটনাস্থলে পৌঁছেছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম। পরে ৩ ঘণ্টার চেষ্টায় সন্ধা ৭টার দিকে এ আগুন নিয়ন্ত্রণে আসলেও পিএইচ ফোম শাখা আগুনে পুড়ে যায়।

সন্ধ্যায় ডাংগা ইন্ডাস্ট্রিয়াল পার্কের নির্বাহী পরিচালক ফজলে রাব্বির মোবাইল ফোনে কল দিলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পলাশ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সাদেকুল বারী জানান, ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় সন্ধ্যা সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তদন্ত সাপেক্ষে পরে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম