Logo
Logo
×

সারাদেশ

সাবেক হুইপ স্বপন ও এমপি দুদুসহ ১১৯ জনের বিরুদ্ধে মামলা 

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪, ০৫:৩৯ পিএম

সাবেক হুইপ স্বপন ও এমপি দুদুসহ ১১৯ জনের বিরুদ্ধে মামলা 

ফাইল ছবি

জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলা, হত্যার উদ্দেশ্যে মারধর ও গুলি করার অভিযোগে সাবেক হুইপ ও জয়পুরহাট-২ আসনের সাবেক এমপি আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও জয়পুরহাট-১ আসনের সাবেক এমপি সামছুল আলম দুদুসহ ১১৯ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করেছেন করে জানান, পার্শ্ববর্তী নওগাঁর বদলগাছী উপজেলার জগদীশপুর গ্রামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী-আহত কলেজছাত্র রাকিব হোসেন বাদী হয়ে জয়পুরহাট থানায় এ মামলাটি করেন। মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করা হয়েছে। 

মামলার এজাহারে বলা হয়, গত ৪ আগস্ট জেলা আওয়ামী লীগ অফিসের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্র-জনতার ওপর আক্রমণ করা হয়। সাবেক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সাবেক সংসদ সদস্য সামছুল আলম দুদুসহ অন্য আসামিরা পিস্তল, পেট্রল বোমা, ককটেল ইত্যাদি আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় পিস্তল দিয়ে ছাত্র-জনতার ওপর গুলি ছুড়লে কলেজ শিক্ষার্থী রাকিব হোসেন গুলিবিদ্ধ হন। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

উল্লেখ্য, জয়পুরহাটে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে এ নিয়ে জেলায় মোট ৩টি মামলা হলো। এর মধ্যে প্রথম হত্যা মামলায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সেতু ও সড়ক পরিবহণ মন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১২৮ জনকে ও দ্বিতীয় হত্যা মামলায় ২১৭ জনকে আসামি করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম