Logo
Logo
×

সারাদেশ

নাটোরে নিখোঁজের দুদিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

Icon

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪, ১১:৩৫ এএম

নাটোরে নিখোঁজের দুদিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

নাটোরের বাগাতিপাড়ায় বাজার থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়ার দুদিন পর মোতালেব হোসেন (৬৭) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার সকালে সালাইনগর এলাকার বড়াল নদীর তীর থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

মোতালেব উপজেলার পাঁকা ইউনিয়নের সালাইনগর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। 

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার বাড়ি থেকে বেরিয়ে বড়াল নদী পার হয়ে পাশের বাঁশবাড়িয়া বাজারে যান তিনি। এরপর সন্ধ্যার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে সালাইনগর জিয়ারঘাট দিয়ে নৌকায় নদী পার হওয়ার পর নিখোঁজ হন। বিভিন্ন স্থানে খুঁজেও তার সন্ধান পাননি স্বজনরা। 

পরে শুক্রবার সকাল ৯টার দিকে ঘাটের অদূরে নদীর তীরে ঝোপের মধ্যে লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে স্বজনরা লাশ উদ্ধার করে বাড়িতে নেন। 

পরিবারের ধারণা, প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সেখানে তার মৃত্যু হয়ে থাকতে পারে। 

এ ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার ওসি নান্নু খান বলেন, কিছুক্ষণ আগে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে রওনা হয়েছেন। তবে বৃহস্পতিবার রাতে পরিবারের পক্ষ থেকে নিখোঁজের একটি জিডি করা হয়েছিল বলে তিনি জানান।  

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম