Logo
Logo
×

সারাদেশ

গাজী টায়ারসের বেজমেন্টে আগুন পৌঁছায়নি, ভিকটিমও নেই

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ০৬:১৩ পিএম

গাজী টায়ারসের বেজমেন্টে আগুন পৌঁছায়নি, ভিকটিমও নেই

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ারস কারখানার পুড়ে যাওয়া ছয়তলা ভবনের বেজমেন্টে আগুন পৌঁছায়নি, সেখানে ‘ভিকটিম’ কাউকে পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ভবনটির বেজমেন্টে ঢুকে অনুসন্ধান চালানোর পর এ কথা জানিয়েছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল মান্নান৷

তিনি বলেন, ভবনটিতে একটি বেজমেন্ট রয়েছে বলে একটি তথ্য আমাদের কাছে ছিল৷ সেখানে কেউ আটকা পড়েছিলেন কিনা সেটা দেখতে দুপুর ১২টার দিকে একটি দল অনুসন্ধান চালায়৷

বেজমেন্টে আগুন পৌঁছায়নি, জায়গাটিতে যেসব মেশিনপত্র ছিল সেগুলোও অক্ষত রয়েছে৷ অনুসন্ধানে সেখানে কোনো ভিকটিম পাওয়া যায়নি৷

ফায়ার সার্ভিসের দলটি যখন বেজমেন্টে অনুসন্ধান চালায় তখনো নিচতলার কয়েকটি স্থানে অল্প আগুন জ্বলছিল বলে জানান তিনি।

ভবনটির ব্যাপারে কী করা হবে এবং কোন উপায়ে উদ্ধার অভিযান চালানো যাবে; এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত দেবে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল মান্নান৷

এর আগে সকালে ভবনটি পরিদর্শন করে ভেতরে ঢুকে উদ্ধার অভিযান চালানো ‘খুবই বিপজ্জনক’ বলে জানিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক রাকিব আহসান৷

পরে বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ারুল হক জানিয়েছিলেন, তারা ভবনটির বেজমেন্টে অনুসন্ধান চালাবেন৷ তবে ভবনের চতুর্থ ও পঞ্চম তলার মেঝে ধসে পড়েছে এবং ভবন অনিরাপদ অবস্থায় থাকায় পুরো ভবনে অনুসন্ধান বা উদ্ধার অভিযান চালানো যাচ্ছে না৷

গত রোববার ভোরে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী গ্রেফতারের পর দুপুর থেকে তার মালিকানাধীন গাজী টায়ারসের কারখানায় লুটপাট চালায় আশপাশের শত শত মানুষ।

পরে রাতে তারা কারখানার মূল ভবনে আগুন লাগিয়ে দেয়। প্রায় ৪০ ঘণ্টা ধরে জ্বলে সেই আগুন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম