বানভাসিদের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন ‘শান্তির আহ্বান’
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ০১:১২ পিএম
বানভাসিদের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন ‘শান্তির আহ্বান’। ছবি : যুগান্তর
বিরামহীনভাবে বানভাসি মানুষের জন্য কাজ করছে ফরিদপুরের সালথা উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘শান্তির আহ্বান’র সদস্যরা।
গত কয়েকদিন ধরে ফেনী ও নোয়াখালী জেলার প্রত্যন্ত অঞ্চলে একাধিক টিম রান্না করা খিচুড়ি, শুকনো খাবার, ঔষধ, পানি, মোমবাতিসহ বিভিন্ন প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বন্যাদুর্গত মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন সংগঠনটির স্বেচ্ছাসেবীরা।
শান্তির আহ্বান স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন সংগঠনের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আইনুজ্জামান আকাশ, যুগ্ম-সাধারণ সম্পাদক এ এস এম ফেরদৌস, যোগাযোগ বিষয়ক সম্পাদক মো: সাজ্জাদ হোসেন, কেফায়েত হোসেন ও আসিফ হোসেনসহ সালথা শান্তির আহ্বানের স্বেচ্ছাসেবীরা।
এ বিষয়ে সংগঠনটির সভাপতি হুমায়ুন কবির বলেন, বন্যাদুর্গতদের মাঝে ‘শান্তির আহ্বান’র পক্ষ থেকে আমরা ত্রাণ বিতরণ করে আসছি। এই ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।