Logo
Logo
×

সারাদেশ

খাগড়াছড়িতে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ০৫:৪৩ পিএম

খাগড়াছড়িতে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩

খাগড়াছড়ির রামগড়ে নারীকে গণধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে রামগড়ের নাকাপা থেকে ধর্ষণের অভিযোগে এই তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার মুক্তা ধর।

গ্রেফতাররা হলেন- মো. ইউসুপ, মো. রানা ও ফয়সাল। 

বুধবার দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরও বলেন, গত ২২ আগস্ট রাতে নাকাপা এলাকায় ধর্ষকেরা এক নারী ও তার মেয়েকে তুলে নিয়ে বাড়ির পাশে কলাবাগানে নিয়ে যায়। 
এ সময় মেয়ে দৌড়ে পালালেও ধর্ষকরা ওই নারীকে গণধর্ষণ করে। পরে মেয়ের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা দৌড়ে পালিয়ে যায়। 

পরে এ ঘটনায় রামগড় থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণ মামলা দায়ের করা হয়। পাশাপাশি ধর্ষকের বিচার দাবিতে বিক্ষোভ করে বিভিন্ন পাহাড়ি সংগঠন। পরে অভিযান চালিয়ে তিন ধর্ষককে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন পুলিশ সুপার।

গ্রেফতারদের আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম