Logo
Logo
×

সারাদেশ

তিন যুবকের সাহসিকতায় বাঁচল কিশোরের প্রাণ

Icon

প্রবীর চক্রবর্তী, ফরিদগঞ্জ(চাঁদপুর) প্রতিনিধি :

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ০১:৩৮ এএম

তিন যুবকের সাহসিকতায় বাঁচল কিশোরের প্রাণ

ছবি:

বন্ধুর বাবার জানাজায় যাচ্ছিল তিন বন্ধু। ওই সময়ে খালের পাশ দিয়ে যাচ্ছিল তারা। খালের এপাশে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা আর ওপাশে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা খাল থেকে গোঙানির শব্দ শুনে তারা থমকে দাঁড়ায়। কিছুক্ষণ অপেক্ষার পর তারা দ্রুত খালের পানিতে নেমে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক কিশোরকে উদ্ধার করে। 

বাঁধন খুলে ক্ষীণ শ্বাস প্রশ্বাস আছে দেখে প্রথমে রামগঞ্জ এলাকায় গাড়ির সন্ধান করে। না পেয়ে দ্রুত ফরিদগঞ্জ অংশে এসে অটোরিকশা নিয়ে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসকদের প্রচেষ্টায় প্রাণে বেঁচে যায় ইসমাইল হোসেন (১৫) নামে এক কিশোরের। 

ঘটনাটি মঙ্গলবার (২৭ আগস্ট) সন্ধ্যায় ফরিদগঞ্জ ও রামগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা ইছাপুরা এলাকায় ঘটে। উদ্ধার হওয়া ইসমাইল হোসেন রামগঞ্জ উপজেলার ইছাপুরা গ্রামের মিজি বাড়ির কাঠমিস্ত্রি সুমন হোসেনের ছেলে এবং পার্শ্ববর্তী রাইমানিয়া হাফেজিয়া মাদ্রাসা হেফজ বিভাগের ছাত্র।

মঙ্গলবার রাতে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ইসমাইল হোসেন জানায়, মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে সে বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে অ্যাম্বুলেন্স দেখে তার পিছু পিছু যায়। হঠাৎ করেই কে বা কারা তার মাথার পিছনে বাড়ি দেয়। পিছনে ফিরে সে হেলমেট পড়া কয়েকজন লোক দেখতে পায়। এরপর তাকে আরো কয়েক দফা আঘাত করার পর সে জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরলে সে হাত-পা, মুখ বাঁধা অবস্থায় পানিতে রয়েছে বলে সে বুঝতে পারে। এক সময় সে চিৎকার দেয়ার চেষ্টা করলে কয়েকজন এসে তাকে উদ্ধার করে।

উদ্ধার করা তিন যুবক রিপন, মনিরুল বাশার লিমন ও সবুজ। তারা ইছাপুরা তাদেও বন্ধুর বাবার জানায় যাচ্ছিলেন। এমন সময়ে খাল থেকে গোঙানির শব্দ পেয়ে ছুটে গিয়ে এই কিশোরকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় দেখতে পায়। তাকে উদ্ধার করে বেঁচে আছে নিশ্চিত হয়ে দ্রুত ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে চিকিৎসকরা তাকে অক্সিজেনসহ আনুষঙ্গিক চিকিৎসা দিয়ে কিছুটা সুস্থ করেন তোলে।

ইসমাইল হোসেনের বোন জামাই মো: ফারহাদ জানান, মাগরিবের পর তার শ্যালক ইসমাইল মাদ্রাসায় যায়নি বলে জানায়। পরে মাদ্রাসা থেকেই ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে বলে জানালে তিনি হাসপাতালে ছুটে আসেন।

ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা: মুমতাহিনা জানান, কয়েকজন যুবক ইসমাইল হোসেন নামে এক কিশোরকে সন্ধ্যার পর হাসপাতালে নিয়ে আসে। আমরা দ্রুত তাকে অক্সিজেনসহ আনুষঙ্গিক চিকিৎসাপত্র দেই। পরবর্তীতে অবজারভেশনের জন্য সিটে এডমিট করি। বর্তমানে সে আশংকামুক্ত।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম