পুলিশ বক্স পোড়ানো মামলা থেকে জামায়াত-শিবিরের ১০৫ নেতাকর্মীকে অব্যাহতি
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৪, ১০:৪৫ পিএম
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চম্পাতলি এলাকার আলোচিত- পুলিশ বক্স পোড়ানো মামলা থেকে পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানসহ জামায়াত-শিবিরের ১০৫ নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ প্রথম শ্রেণির আদালতের বিচারক মো. নুরুল ইসলাম ওই মামলা থেকে আসামিদের অব্যাহতি দেন।
মামলার বিবরণে জানা গেছে, গত ২০১৪ সালে পাঁচবিবি উপজেলার পাঁচবিবি-হিলি সড়কের চম্পাতলী এলাকার পুলিশ বক্সে রাতের আঁধারে কে বা কারা আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয়। এ ঘটনার পর পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান ও পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর আমির ডা. মো. সুজাউল করিমসহ জামায়াত ও শিবিরের মোট ১০৫ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। এ মামলাটি চার্জ গঠনে প্রক্রিয়াধীন ছিল বলে জানা গেছে।