বন্যার্তদের পাশে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৪, ০৯:০১ পিএম
ফেনী জেলায় সাম্প্রতিক বন্যার ভয়াবহতায় বিপর্যস্ত হাজারো পরিবারকে সহায়তা করছে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন। টানা বর্ষণ ও নদীর পানি বেড়ে যাওয়ার কারণে জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে হাজার হাজার মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। বন্যার কারণে বাড়িঘর, রাস্তাঘাট এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
এই পরিস্থিতিতে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি শামীম মজুমদারের নেতৃত্বে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। এই কার্যক্রমের আওতায় দুর্গতদের মধ্যে খাদ্যদ্রব্য, বিশুদ্ধ পানি, ওষুধ, স্যানিটেশন সামগ্রী এবং বস্ত্র বিতরণ করা হচ্ছে।
ত্রাণ কার্যক্রম পরিচালনার সময় মুফতি শামীম মজুমদার বলেন, মানুষের কষ্ট লাঘব করতে এবং তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য আমরা এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করছি। শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন সবসময় দেশের সংকটময় মুহূর্তে মানুষের পাশে দাঁড়িয়েছে এবং আমরা এই ধারা অব্যাহত রাখবো।
ফেনীর রাজাপুরের বাসিন্দা সালিম আহমদ ত্রাণ পেয়ে ধন্যবাদ জানিয়ে বলেন, আলেমদের এ ধরনের সহায়তা দুর্যোগময় মুহূর্তে আমাদের মনে আশা জুগিয়েছে।
মসজিদের ইমাম-খতিবদের নিয়ে গঠিত ফাউন্ডেশনটি দুর্গত এলাকায় তাদের কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা করছে এবং দেশের অন্যান্য বন্যা কবলিত এলাকাতেও ত্রাণ সামগ্রী পাঠানোর উদ্যোগ নিচ্ছে।