Logo
Logo
×

সারাদেশ

কুমিল্লায় ত্রাণ নিয়ে বন্যাদুর্গত মানুষের পাশে জামায়াত 

Icon

সদর দক্ষিণ (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৪, ০৭:২৩ পিএম

কুমিল্লায় ত্রাণ নিয়ে বন্যাদুর্গত মানুষের পাশে জামায়াত 

স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মানুষ। ডাকাতিয়া নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যায় ইতোমধ্যে পঁয়তাল্লিশ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। 

মঙ্গলবার দুপুরে সদর দক্ষিণ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিভিন্ন ইউনিয়নের বন্যাদুর্গত এলাকায় পনেরো শত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন কুমিল্লা জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহ্জাহান।

এছাড়া বন্যার শুরু থেকে শুকনো খাবারের পাশাপাশি রান্না করা খাবারসহ এ উপজেলার দশ হাজার মানুষকে খাদ্য সহায়তা করেছে জামায়াতে ইসলামী। আগামী দিনেও জামায়াতের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দায়িত্বশীল নেতারা। জেলা জামায়াত আমির সমাজের সব শ্রেণী-পেশার মানুষদের বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন- সদর দক্ষিণ উপজেলা জামায়াতের আমির মো. মিজানুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খাইরুল ইসলাম, উপজেলা নায়েবে আমির অধ্যাপক রুহুল আমিন, সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, সহকারী সেক্রেটারি মাওলানা আজহারুল ইসলাম তানভীর প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম