বুড়িচংয়ে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু, একজনকে জীবিত উদ্ধার
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪, ০৮:৪৯ পিএম
ফাইল ছবি
কুমিল্লার বুড়িচং উপজেলা সদর ও পশ্চিম সিংহ এলাকায় পৃথক দুটি ঘটনায় বন্যার পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলো হাসিবুল (১০) ও ইব্রাহিম (৪)। এ সময় এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের পশ্চিম সিংহ দক্ষিণপাড়া ফকির বাড়ি গ্রামের আল-আমিনের ছেলে ইব্রাহিম (৪) বেলা ১১টার দিকে বাড়িসংলগ্ন ডোবায় পড়ে মারা যায়। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য ফারুক আব্বাস।
এদিকে বুড়িচং ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আতাউর রহমান জানান, দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটে উপজেলা সদরের আরাগ আনন্দপুর গ্রামের নুরুল আমিনের ছেলে হাসিবুল ইসলাম (১০) ও সোহাগ নামের দুই শিশু বাড়িসংলগ্ন বুড়িচং মডেল উচ্চ বিদ্যালয় সংলগ্ন খালের পানিতে তলিয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন তাদের উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক হাসিবকে মৃত ঘোষণা করেন। সোহাগ চিকিৎসাধীন রয়েছে।