Logo
Logo
×

সারাদেশ

মুলাদীতে শহিদ পরিবারে জামায়াতের আর্থিক সহায়তা 

Icon

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪, ০৮:১০ পিএম

মুলাদীতে শহিদ পরিবারে জামায়াতের আর্থিক সহায়তা 

বরিশালের মুলাদী উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৮ জন শহিদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।সোমবার বেলা ১১টায় শহিদ আলতাফ মাহমুদ অডিটরিয়ামে প্রতিজনকে দুই লাখ টাকা করে ১৬ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।     

মুলাদী উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. আবু ছালেহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, বরিশাল জেলা আমির অধ্যাপক আব্দুর জব্বার, বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মো. বাবর, বরিশাল মহানগরের শূরা ও কর্মপরিষদের সদস্য অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, মুলাদী উপজেলার সাবেক চেয়ারম্যান আ. ছাত্তার খান, মুলাদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মো. আবিদুর রহমান হুমায়ুন, মুলাদী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. কাজী কামাল, মাওলানা মো. সালাউদ্দিন কাওসার প্রমুখ।

উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. আব্দুল মালেক ও আব্দুল মোতালেবের পরিচালনায় সভায় বক্তব্য দেন- কাজিরহাট থানা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল হোসেন, হিজলা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মো. নুরুল আমিন, মেহেন্দীগঞ্জ উপজেলা জামায়াতের আমির মো. শহিদুল ইসলাম, জামায়াতে ইসলামীর নেতা আব্দুল মোতালেব, বরিশাল জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. আব্দুল কাদির, উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. ছাজেন মাহমুদ প্লাবন, নিহত জিহাদের বাবা মোশাররফ হোসেন পাইক, রিয়াজ মাহমুদের বড়ভাই মো. রেজাউল করিম প্রমুখ। 

উল্লেখ্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত রাজধানী ঢাকায় মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের খৈলারচর গ্রামের হাফেজ মো. সিফাত হোসেন, দক্ষিণ কাজিরচর গ্রামের মো. জিহাদ হোসেন, হিজলা উপজেলার বড় জালিয়া খুন্না গোবিন্দপুর গ্রামের মো. শাহীন রাড়ী, বাহেরচর গ্রামের মো. আতিকুর রহমান, বড়জালিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মো. রিয়াজ মাহমুদ, মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া পানবাড়িয়া গ্রামের শাওন খান, বাজিৎখাঁ ইউনিয়নের মো. আসিব এবং কাজিরহাট থানার ভাসানচর ইউনিয়নের মো. মারুফ নিহত হন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম