Logo
Logo
×

সারাদেশ

নাঙ্গলকোটে বন্যার পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

Icon

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪, ০৬:০০ পিএম

নাঙ্গলকোটে বন্যার পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

ফাইল ছবি

কুমিল্লার নাঙ্গলকোটে বন্যার পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার বিকালে ৫টার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সোমবার দুপুরে তার লাশ উদ্ধার করে ডুবুরি দল। তার নাম সিরাজুল হক (৬৫)। তিনি উপজেলার ঢালুয়া ইউপির গোরক মুড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে কুমিল্লার নাঙ্গলকোটের নদী অঞ্চলগুলো পানির নিচে তলিয়ে যায়। রোববার বিকালে গোরক মুড়া থেকে নৌকা দিয়ে অসুস্থ এক ব্যক্তিকে নদী পার করতে যান সিরাজুল হক। আসার পথে পানির স্রোতে ও অতিরিক্ত বাতাস থাকায় তার নৌকা উল্টে তিনি নিখোঁজ হয়ে যান। পরে সন্ধ্যার পর থেকে তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।

স্থানীয় জুবায়ের হোসেন নামে একজন বলেন, নিখোঁজ হওয়ার পর আমাদের স্পিডবোটের খুব প্রয়োজন ছিল তাকে উদ্ধার করার জন্য। আমরা স্পিডবোট না পাওয়াতে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
পরে রাতে চাঁদপুর থেকে একদল ডুবুরি এনে সোমবার দুপুর ১২টার দিকে খোঁজাখুঁজি করে সিরাজুল হকের লাশ উদ্ধার করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকী বলেন, বিষয়টি আমি জেনেছি। ওই এলাকায় অনেক পানি হওয়ায় তাদের বারবার করে আমরা রিকোয়েস্ট করেছি, আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে; কিন্তু তারা নিজেদের ঘরবাড়ি ছেড়ে আসছে না। আমাদের কাছে পর্যাপ্ত স্পিডবোট নেই। কারণ এই এলাকায় সচরাচর বন্যা হয় না।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম