Logo
Logo
×

সারাদেশ

গাজী টায়ার ফ্যাক্টরিতে আগুন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪, ০১:৪৯ এএম

গাজী টায়ার ফ্যাক্টরিতে আগুন

নারায়ণগঞ্জের রূপসীতে অবস্থিত গাজী টায়ার ফ্যাক্টরিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

রোববার রাত ১০টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়েই প্রথম দিকে ৭টি ইউনিট যায়। কিন্তু পরে আগুনের তীব্রতা বাড়লে যোগ দেয় আরও ৩টি ইউনিট।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, রূপসীতে অবস্থিত গাজী টায়ার ফ্যাক্টরিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ডেমরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট, কাঁচপুর, আদমজী ইপিজেড ও কাঞ্চন ফায়ার স্টেশনের মোট ১০টি ইউনিট কাজ করছে।

জানা গেছে, ঘটনাস্থল থেকে ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা যায়নি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম