থানা ভাঙচুরে চট্টগ্রামে প্রথম মামলা, আসামি ৪০ হাজার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ০৯:৪২ পিএম
কোতোয়ালি থানা ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মামলায় করা হয়েছে। শুক্রবার রাতে কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন কুমার দাশ বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় ৩০-৪০ হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। কোতোয়ালি থানার ওসি এসএম ওবায়েদুল হক নিশ্চিত করেছেন।
মামলার এজাহার বলা হয়, হামলার সময় থানার আসবাবপত্র লুট, যানবাহন ভাঙচুর, থানায় অগ্নিসংযোগ ও বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুট করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৮ কোটি ৩০ লাখ টাকার চুরি ও ক্ষয়ক্ষতি।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর মিছিল শেষে হাজার হাজার লোক জড়ো হয় কোতোয়ালি থানার সামনে। এ সময় তারা থানায় হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা থানার গেট ভেঙে প্রবেশ করে বিভিন্ন আসবাবপত্র ও বিপুল পরিমাণ অস্ত্র লুট করে নিয়ে যায়।
এছাড়াও থানার বিভিন্ন গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। নগরীর ১৬টি থানার মধ্যে ১১টি থানায় হামলা,ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পর্যায়ক্রমে এসব ঘটনায় মামলা হবে বলে সিএমপি সূত্র জানিয়েছে।