সংবাদ সম্মেলন
খুলনার সাবেক দুই এমপির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
খুলনা ব্যুরো
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ০৯:০৫ পিএম
খুলনা-৩ আসনের সাবেক দুই সংসদ সদস্য মন্নুজান সুফিয়ান এবং এস এম কামালের বিরুদ্ধে প্রভাব বিস্তার করে জমি দখলের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবার শনিবার দুপুরে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।
নগরীর খানজাহান আলী থানার এলাকার বাসিন্দা হারুন অর রশিদের পরিবার সংবাদ সম্মেলন করেছে। তারা অভিযোগ করেছেন, সাবেক দুই সংসদ সদস্য এবং খানজাহান আলী থানা যুবলীগের আহ্বায়ক সাজ্জাদুর রহমান লিংকনের নেতৃত্বে মিরেরডাঙ্গা সাবেক নসু খানের ভাটাসহ অন্যন্য জমি জোরপূর্বক উচ্ছেদ করে জমি দখল করা হয়েছে।
তিনি বলেন, লিংকনের পাশাপাশি তরিকুলও দখলে নেতৃত্বে দেয়। এছাড়া আওয়ামী সরকার পতনের পর জমিতে থাকা মাহাবুব ব্রাদার্সের লোকজন মুঠোফোনে আমাকে এবং আমার পরিবারের সদস্যদের ভয়ভীতি সহ প্রাণনাশের হুমকি দিয়েছে। ওই দখলের পেছনে তৎকালীন খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজও জড়িত বলে অভিযোগ করেছেন।