Logo
Logo
×

সারাদেশ

বন্যার পানিতে ডুবে কিশোরীর মৃত্যু

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি 

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ০৮:৪৬ পিএম

বন্যার পানিতে ডুবে কিশোরীর মৃত্যু

ফাইল ছবি

খাগড়াছড়ির দীঘিনালায় বন্যার পানিতে ডুবে রুষা চাকমা নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে উপজেলা মেরুং ইউনিয়নের কাবুল্যা কার্বারী পাড়ায় এই ঘটনা ঘটে। 

মৃত রুষা চাকমা একই গ্রামের পল্টু চাকমার মেয়ে।

শনিবার বিকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ। 

মেরুং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শান্তি চাকমা বলেন, বন্ধুদের সঙ্গে বন্যার পানিতে গোসল করতে যায় রুষা চাকমা। এসময় সে হঠাৎ তলিয়ে যায়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।

ইউএনও মামুনুর রশীদ জানান, বন্যায় শিশুটির মৃত্যু হয়েছে। জেলা প্রশাসক মৃতের বাড়িতে যাবেন। পরিবারকে সহায়তা করা হবে।

বন্যার পানিতে ডুবে কিশোরীর মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম